।
মো:এরশাদুল হক( মানিক)-স্টাফ রিপোর্টারঃ
মাগুরা জেলার শ্রীপুর থানাধীন
দুর্গাপুর গ্রামের আব্দুল আজিজ
মোল্লা দীর্ঘদিন ধরে বিচার হীনতায় ভুগছেন। সূত্রে জানা গেছে মো: আব্দুল আজিজ মোল্লা পিতা মৃত্যু পাচু মোল্লা গ্রাম: দুর্গাপুর, ইউনিয়ন দ্বারিয়াপুর,থানা :শ্রীপুর জেলা
মাগুরা তার কোন পুত্র সন্তান
না থাকায় জোর পূর্বক তার
জমি জবর দখল করে চাষাবাদ
করছে তার ভাই আলম মোল্লা
ও তার ভাতিজা সোহেল,সবূজ
ও সজিব মোল্লা। পৈত্রিক সম্পদ
তারা পাচঁ ভাই বন্ঠন করে খেলে
ও আব্দুল আজিজ মোল্লার অংশ তারা তাকে বুঝিয়ে দিতে
নানা টাল বাহানা করছে।এ ব্যাপারা আব্দুল আজিজ মোল্লা
ইউনিয়ন চেয়ারম্যান মো:সবুর
ইসলাম ও অন্য ইউনিয়ন চেয়ার
ম্যান পান্নাকে বারবার অভিযোগ করলেও তারা কোন পদক্ষেপ
নিচ্ছে না। তার পর শ্রীপুর থানাতে কয়েক বার অভিযোগ
করলেও অভিযোগ কারী আব্দুল আজিজ প্রকৃত বিচার
হতে বঞ্চিত।আরও জানা গেছে
সোহেল,ও সজিব মোল্লা,নিজের
বাবাকে ও বারবার মেরে হাত পা
ভেঙ্গে দেয়।সমাজের মোড়লরা
ওদের হাতে জিম্মি।নিরুপায় হইয়া আব্দুল আজিজ মোল্লা
নিরবে কাঁদছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]