বিদ্যুৎ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টারঃ
ফাইলেরিয়া হাসপাতাল
বাংলাদেশের ৮ বিভাগের মধ্যে উত্তরবঙ্গের রংপুর বিভাগের নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলায় অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতাল। গোদ রোগ বা ফাইলেরিয়ার চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নির্মিত হাসপাতাল টি বাংলাদেশের একমাত্র বিশ্বের প্রথম ফাইলেরিয়া & জেনারেল হাসপাতাল & ল্যাব এ অত্যাধুনিক প্রযুক্তির মেশিনে ডিজিটাল এক্স রে, ইসিজি, ডিজিটাল আল্ট্রাসোনোগ্রাম, হরমোন ও প্যাথলজিক্যাল সহ সকল ধরনের পরিক্ষা নিরীক্ষা সঠিক নির্ণয়ে করা হয় ফাইলেরিয়া & জেনারেল হাসপাতাল & ল্যাবে।
এখানে গোদ রোগ বা ফাইলেরিয়া রোগী সহ সকল ধরনের অপারেশন সুদক্ষ চিকিৎসক দ্বারা অপারেশন করেন । অপারেশন থিয়েটার ডিজিটাল পদ্ধতিতে তৈরি করেন। সিজার, পাইলস্ অপারেশন, নাক-কান-গলা অপারেশন, পিত্তথলিতে পাথর অপারেশন, কিডনি অপারেশন সহ সকল ধরনের অপারেশন করেন ফাইলেরিয়া & জেনারেল হাসপাতাল & ল্যাবে।
ফাইলেরিয়া & জেনারেল হাসপাতাল & ল্যাব’র পরিচালক মোঃ রাকিবুল ইসলাম তুহিন বলেন, আমাদের ফাইলেরিয়া & জেনারেল হাসপাতাল & ল্যাব এ কোনো রকমের দুর্নীতি চলবে না বা করতেও দিবো না। তিনি আরও বলেন, এখানে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, ডিজিটাল এক্স রে, ডিজিটাল আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি, হরমোন, প্যাথলজিক্যাল পরিক্ষা নিরীক্ষা সঠিক নির্ণয়ে ও সঠিক ভাবে আমরা করে থাকি এবং সকল ধরনের অপারেশন সুদক্ষ চিকিৎসক দ্বারা অপারেশন যত্ন সহকারে করে থাকি।
তিনি দৈনিক বাংলা ৭১ প্রতিদিন এর প্রতিনিধি দলকে বলেন, আমি মানব সেবায় নিয়োজিত থাকতে চাই, সেই জন্যই আমরা সৈয়দপুরে এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তির মেশিন নিয়ে আসি। যেন ফাইলেরিয়া & জেনারেল হাসপাতাল & ল্যাব এ স্হানীয় লোকজন সঠিক সেবা পায় এবং পাশাপাশি বিভিন্ন এলাকার লোকজনও আমাদের প্রতিষ্ঠানে সেবা নেয়। এখানে স্বল্প খরচে ও গরীব দুঃখী অসহায় মানুষের বিনামূল্যে সেবা করেন বলে জানা গেছে।
সরে জমিনে ঘুরে জানা গেলো, অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান, অভিজ্ঞ ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, ল্যাব সহকারী ও রিসিপশন ডেস্ক সহ জমজমাট ভাবে পরিক্ষা নিরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন ধরনের রোগের নির্ণয়- জ্বর, সর্দি কাশি, শ্বাস কষ্ট, নাক কান গলা, অর্থোপেডিক্স, অশ্ব, পাইলস, ডায়রিয়া, মহিলাদের মাসিক বন্ধ হওয়া, নিয়মিত মাসিক না হওয়া, সাদা স্রাব সহ বিভিন্ন ধরনের রোগের সুচিকিৎসার সেবা করেন তাঁরা। এছাড়াও উন্নত চিকিৎসার করতে তারা বদ্ধপরিকর।