সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নাজিমুদ্দিন (৩০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধীরগতির একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন পাবনা সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ওই সিএনজিটি দুপুরে পাবনা থেকে সাবমার্সেবল পাম্প নিয়ে লালপুর আসছিল। সড়কের তিলকপুর এলাকায় নিমতলী স্কুল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কায় দেয় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যায়। পরে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে।
তিনি আরো জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। এবিষয়ে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]