এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুরে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (৫ জুন) দিনাজপুর বিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত। পরিবেশ রক্ষার পাশাপাশি ও জলবায়ু পরিবর্তন রক্ষায় গাছ লাগান পরিবেশ বাঁচান,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিরামপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সেের আয়োজনে আজ পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। “করবো ভুমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”
প্রতিপাদ্য ও স্লোগান কে ধারণ করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার গোলাম রসূল রাখির সভাপতিত্বে অনুষ্ঠান আরম্ভ হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলার ফুলবাড়ি চিনির বন্দর,নবাবগঞ্জ হাকিমপুর,ঘোড়াঘাট,বিরামপুর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যান্য স্টাফ বৃন্দ।
এই বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় ছিলেন বিরামপুর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকসহ স্বাস্থ্য কর্মীগন উপস্থিত ছিলেন।