এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে আমনের ফসল বৃদ্ধিতে দো-গাছি চারা রোপণ আরম্ভ হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৪ জুলাই) বিরামপুর উপজেলা পর্যায়ে সরজমিনে স্হানীয় কৃষক সূত্রে জানা যায়,বরাবরের মত এই বর্ষাকালে আমন ফসলের চারা তৈরির উপযুক্ত সময়। সেই চারাগুলো ৮-১০ ইঞ্চি হলেই কৃষকেরা সরাসরি বীজতলা থেকে বীজ উত্তোলন করে জমিতে রোপণ করা হত। এমন অবস্থায় ফসলের উৎপাদন কম হয়ে থাকে। গত কয়েক বছর যাবত পূর্বের প্রচলনটি পরিবর্তন করে কৃষকেরা কচি বীজতলা থেকে বীজ উত্তোলন করে পাশের বড় জায়গায় রোপণ শুরু করেন।রোপণকৃত বীজের চারাগুলো হৃষ্টপুষ্ট
স্বাবলম্বী হয়ে ওঠে। আর তখনই কৃষকেরা চারাগুলো উত্তোলন করে ১থেকে ২টি আবার কেউ কেউ ৩টি চারা দিয়ে সারিবদ্ধ ভাবে জমিতে রোপণ কাজ সমাপ্ত করেন। এতে করে প্রতিটি চারা শক্তিশালী হয়ে ওঠে ও ফসল বৃদ্ধি পায়। এই জন্য এই সময়ে স্হানীয় অনেক কৃষকেরা দু-গাছি রোপণ শুরু করেছে। এবিষয়ে স্হানীয় কৃষকেরা জানান,সরকারি ভাবে আমাদের সার্বিক সহযোগিতা করতে উর্দোত্তম কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]