সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ার গরিব অসহায় মহিলাদের সেলাইমেশিন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল এবং স্কুলে প্রজেক্টর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পরিষদ বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬টি সেলাইমেশিন,৪টি বাইসাইকেল ও স্কুলে ৫টি প্রজেক্টর প্রত্যকে একটি করে মোট ২৫টি প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়।
বিতারণকালে ইউ.এন.ও মোহাইমেনা শারমীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম । বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এস.এম.জাহাঙ্গীর হোসেন মানিক,উপজেলা কৃষি কর্মকর্তা ড.ভবসিন্ধু রায়,উপজেলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম রোজ,উপজেলা আ’লীগ সভাপতি(ভার:) শুকুমার মুখার্জী ও সেক্রেটারী ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবর রহমান, আ’লীগ নেতা আসলাম উদ্দিন প্রমুখ।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্প ২০২৩-২০২৪ এর আওতায় পৌরসভার ঘোরলাজ এলাকায় তালগাছের চারা রোপন করা হয়।