দেলোয়ার হোসাইন, গাইবান্ধা প্রতিনিধি
আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসির অর্থায়নে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী ভাঙ্গন ও পানিবন্দি অসহায় মানুষের মাঝে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন আর্ন এন্ড লিভ এর শুকনো খাবার সামগ্রী চিড়া,মুড়ি,বিস্কিট,খাওয়ার স্যালাইন,চিনি,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও যারকিন অর্ধ শতাধিক পরিবার এর মাঝে বিতরণ করা হয়।
পানিবন্দী আমেনা বেগম আর্ন এন্ড লিভ এর ত্রাণ পেয়ে জানায়,” বাবারে প্রায় ১৫ দিন থেকে আমরা পানিবন্দী হয়ে এক বেলা খেয়ে দুই বেলা না খেয়ে আছি, আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ নাই।কালকে রাতে আমার খাবার শেষ হয়ে গেছে, আজকে সারাদিন না খেয়েছিলাম আর দুহাত তুলে আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ আমাদের দিকে একটু খেয়াল রাখেন, পেটের ক্ষুধা কিভাবে নিবারণ করি, তখনই আপনারা আমাদের জন্য খাবার নিয়ে আসলেন, আমি আবার আল্লাহর কাছে দুহাত তুলে তোমাদের জন্য দোয়া করব।”
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল মিয়া, স্বেচ্ছাসেবক দেলোয়ার হোসাইন, রাসেল, মাইদুল, জীবন ও আমিনুল। স্থানীয় ভাবে ত্রাণ বিতরণে সাহায্য করেন মোনা মিয়া, তানভীর মিয়া সহ আরো অনেকে।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল মিয়া জানান,” অসহায় পানিবন্দী মানুষের জন্য কিছু করার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় সংগঠন আর্ন এন্ড লিভ কে ধন্যবাদ ও প্রিয় ফরিদা ইয়াসমিন জেসি আপুর কাছে আমরা কৃতজ্ঞ আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য।”