মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ পিছ ইয়াবাসহ আব্দুল কাদের (৪২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১৪জুলাই) সন্ধ্যায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ী জয়কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল কাদের ওই এলাকার মৃত জহর উদ্দিন এর ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ী জয়কৃষ্ণপুর গ্রামে ইয়াবা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসাদুজ্জামান নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক যুবককে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।