তিস্তা নদীতে পড়ে নিখোঁজ যুবকের
একদিন পর লাশ উদ্ধার
মোঃ ইমদাদুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ মফিদুল ইসলাম (২৮) নামের এক যুবকের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী তিস্তা নদী থেকে মরদেহ উদ্ধার করেন রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরী দল। মফিদুল ইসলাম কানি চরিতাবাড়ী গ্রামের আকন্দ পাড়ার কুদ্দুস মুন্সীর ছেলে।
ফায়ার সার্ভিস ও স্বজনর
নিজস্ব প্রতিবেদকঃ
সুন্দরগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ৭০ টি মৎস্য খামারের প্রায় ১ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ ভেঁসে গেছে।
উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীর কারণে সৃষ্ট সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ০৬ ইউনিয়নের ১৫ হেক্টর জমির উপর জলাশয়ে ৭০টি মৎস্য খামার ভেঁসে যায়। এতে করে প্রায় ১ কোটি টাকার বিভিন্ন জাতের মাছ ভেঁসে যায়। মৎস্য খামার মালিক মঞ্জু মিয়া, আনোয়ার হোসেন, লেবু মিয়াসহ অনেক মৎস্য চাষি জানান, মাছ চাষ করে আমরা জীবন জীবিকা নির্বাহ করে থাকি। বন্যায় খামারগুলো ভেঁসে যাওয়ায় তারা কোটি টাকার ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়ে পথে বসতে বসেছে। উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, বন্যায় মৎস্য খামারিদের যে ক্ষয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার মতো নয়। মৎস্য খামারিদের ক্ষতি পুষিয়ে নেয়ার মতো তাদের মন্ত্রণালয়ের কোন প্রণোদনার ব্যবস্থা নেই।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]