রাশেদুল ইসলাম :নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরের আক্তার মিয়ার হাট টু খাসের হাট সড়ক এটি দীর্ঘ ধরে চলাচলে দুর্ভোগ সৃষ্টি করেছে।এর মধ্যে ৩নং চরক্লার্ক ইউনিয়নের সড়কের দুর্ভোগ নিরসনে মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।
গত কাল থেকে ইউনিয়নের বিভিন্ন সড়ক মেরামতে কয়েক টি টিম বিভক্ত হয়ে কাজ করছেন।
আর শিক্ষার্থীদের সড়ক সংস্কারের কর্মকাণ্ডে মুগ্ধ এলাকার বিদ্যুৎ বিভাগের কর্মরত মোতাহের হোসেন রুবেল , তিনি বলেন-শিক্ষার্থীরা যদি এভাবে জনকল্যাণে নিবেদিত থাকেন, তাহলে দেশ দ্রুত উন্নতি করবে।
স্থানীয়রা বলছেন, এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। দুই সপ্তাহ আগে প্রবল বর্ষনে সড়কটির বিভিন্ন জায়গা ভেঙে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়। এতে যানবাহন ও পথচারী চলাচলে ভোগান্তি বাড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান আসেনি।
তাছাড়া এই সড়কটি গত দুই তিন বছর ধরে বেহাল দশা কিন্তু কর্তৃপক্ষ সংস্কারে কখনো হাত দেন নি।
বাজারের ব্যবসায়ী নুর আলম বলেন- আমরাও ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। ওদের কাজ দেখে দেশের প্রতি আরও ভালোবাসা অনুভব করছি এখন।'
সোহেল নামে কাজে যুক্ত এক শিক্ষার্থী জানান, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তারা একসঙ্গে বিভিন্ন টিমে প্রায় ৩০-৪০ জন কাজ করছেন। যতদিন লাগে এলাকার সড়কগুলোর সংস্কারের কাজ করে যাব।
সংস্কার কাজের সময় শিক্ষার্থীরা প্রতিবেদক কে বলেন-আমরা যেমন দেশ সংস্কার করতে পারছি দেশের উন্নয়ন অগ্রগতিতে নিজেদের কে নিয়োজিত রেখেছি।
শিক্ষার্থীরা আরো বলেন- আমরা চাই সবাই মিলে নতুন স্বাধীন দেশ টাকে সাজাতে তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সড়ক গুলো সংস্কারে নামছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]