নিজস্ব প্রতিবেদকঃ
কোটা সংস্কার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে কয়েক শত শিক্ষার্থী-জনতাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুমা সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে পৌরশহরের পূর্ব বাইপাস মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে সুন্দরগঞ্জ ট্রাস্ট ময়দানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মো. আতাউর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু সোলাইমান সরকার সাজা, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মো. একরামুল হক, উপজেলা যুব ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম আলী সরকার, সেক্রেটারি সামিউল ইসলাম নয়ন, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মিজানুর রহমান, সুন্দরগঞ্জ ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আহমেদ প্রমূখ।