নিজস্ব প্রতিবেদকঃ
১৫ আগস্ট ঐতিহাসিক ইসলামী শিক্ষা দিবস ও শহীদ আব্দুল মালেকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা আদর্শ সাথী শাখা।
সোমবার (১৯ আগস্ট) সকালে সুন্দরগঞ্জ পৌরশহরের একটি মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার।
সুন্দরগঞ্জ আদর্শ সাথী শাখার সভাপতি শাকিল আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি মো. ওমর সানী আকন্দ।
শাখা সেক্রেটারি সোহান ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মো. একরামুল হক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি সরকার হাশেমুজ্জামান।
এসময় বক্তারা বলেন, শহীদ আব্দুল মালেক ইসলামী শিক্ষা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। শহীদ আব্দুল মালেক! সে তো কোনো ব্যক্তির নাম নয়, একটি আন্দোলনের নাম। যে নাম ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীর হৃদয়ের মণিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা। যে নাম বিপ্লবী সুর সৃষ্টি করে, স্পন্দন জাগায় হৃদয়ে হৃদয়ে, স্বপ্ন জাগায় হাজারো যুবকের মনে। মালেক আজ পৃথিবীতে নেই, তবে উদ্ভাসিত হয়ে আছেন হাজারো নক্ষত্রের মাঝে।
তারা আরও বলেন, বর্তমান আমরা একটি কুরআন বিমুখী শিক্ষাব্যবস্থা দেখছি। এই শিক্ষাব্যবস্থায় আমাদের কুরআন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এই কুরআন বিমুখী শিক্ষাব্যবস্থার মোকাবিলায় আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য নিজেদের বেশি বেশি কুরআন অভিমূখী হওয়া দরকার এবং ইসলামী শিক্ষা বিস্তারে ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তিকে কার্যকরী ভূমিকা পালন করা দরকার।
আলোচনা শেষে শহীদ আব্দুল মালেকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা শহরে একটি র্যালি করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড় এলাকায় গিয়ে শেষ হয়।