নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম আবেদের নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যে করা ভেলকিবাজি নিয়ে উত্তাল এলাকাবাসীসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
আন্দোলনের দ্বিতীয় দিনে বুধবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাঠে ও রাস্তায় বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, রাতের আঁধারে ১০ টি নিয়োগ দিলেন কেউ জানলো না। অথচ এখানে অনেক মেধাবী শিক্ষিত বেকার অবহেলায় দিনাতিপাত করছেন। এ বৈষম্যের শিকার কেন আমরা! প্রধান শিক্ষক নিজের পকেট ভর্তি করে পছন্দের ম্যানেজিং কমিটি করে দলীয় প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের বারোটা বাজিয়েছেন। তার এমন স্বেচ্ছাচারিতায় আমরা অতিষ্ঠ। অনতিবিলম্বে তার পদত্যাগসহ সকল অনিয়ম দূর্নীতির তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকার সচেতন মহল।
শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর কিন্তু সেই শিক্ষক যখন দূর্নীতিবাজ তখন সেই প্রতিষ্ঠানে কি আশা করা যায়! আমরা বিনা শর্তে তার পদত্যাগের দাবি জানাই। সেই সাথে তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]