নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রাম কুমিল্লা ফেনী সহ বন্যায় প্লাবিত হয়েছে দেশের বেশ কিছু অঞ্চল। যার ফলে সেইসব অঞ্চলগুলোতে খাদ্য, ওষুধ,কাপড়, রাতে জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। যার ফলে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা,জেড. আলম এয়ার ইন্টারন্যাশনাল ও তারেক ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে বন্যা কবলিত বানভাসি এলাকায় ১ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার কুমিল্লা তিতাস, কলাকান্দি ইউনিয়ন, দক্ষিণ মানিকনগর সহ কুমিল্লার বেশ কিছু অঞ্চলে খাদ্য সমগ্র বিতরণ করেন অসহায় মানুষের পাশে থাকা এই সংগঠনটি। জন জনে জনতা গড়ে তোলো একতা।
বিতরণকৃত খাদ্য সামগ্রীতে রয়েছে মুড়ি,চিড়া, গুড়, বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানি, টোস্ট বিস্কিট সহ প্রয়োজনীয় জিনিসপত্র সহ নগদ অর্থ।
বন্যায় প্লাবিত হাওয়া এলাকাটিতে ঘুরে ঘুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। ও তার একমাত্র ছেলে খান সিফাত রহমান রাফি এসব বিষয় নিয়ে কথা বললে খান সেলিম রহমান জানান- বন্যায় প্লাবিত হওয়া অঞ্চলে মানুষের পাশে দাঁড়াতে ঢাকা থেকে ত্রান সামগ্রী নিয়ে এসেছেন তারা। এছাড়াও তিনি জানান এই সংগঠনগুলো সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। শীতে শীতার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ,রমজানে ইফতার সামগ্রী বিতরণ সহ সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহমেদ তাপস ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ তপু সহ সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।