নিজস্ব প্রতিবেদকঃ
সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের লাহিরের খামার গ্রামে ভুয়া ফকির ও জিনের বাদশা সাজিয়ে চিকিৎসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে উক্ত গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাবলু মিয়া, তাজুল ইসলাম ও লাবলু মিয়া তাদের ছোট ভাই রাশেদুল ইসলামকে স্বপ্নে পাওয়া আধ্যাত্মিক শক্তির অধিকারী বলে দাবি করে দীর্ঘদিন থেকে প্রতারণা চালিয়ে আসছে। তারা দাবি করে রাশেদুলের আধ্যাত্মিক ক্ষমতায় জিন পরীর আছর থেকে তাবিজের মাধ্যমে মানুষকে সুস্থ্য করা যায়। নিঃসন্তানদের কোলে সন্তান দিতে পারে। জিনের বাদশা বলে দাবি করে তাদের প্রচারণায় সাধারণ মানুষ আকৃষ্ট হচ্ছে। এছাড়া রাশেদুলের দেয়া তাবিজ ধারণ করলে অনেক রোগ বালাই থেকেও মুক্তি পাওয়া যায় এমন প্রচারণায় সাধারণ মানুষ দুর দুরান্ত থেকে তার বাড়িতে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার বিভিন্ন অসুখ বিসুখ ও সমস্যা নিয়ে দলে দলে আসছে এবং ভিড় করছে। এ সুযোগ গ্রহণ করে প্রতারক চক্রটি আগত মানুষদের ভাওতা দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এলাকাবাসী এর প্রতিবাদ করলে প্রতারক চক্র তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে জীবন নাশের হুমকি অব্যাহত রেখেছে। এদিকে ঘটনাটির বাস্তবতা দেখতে ২৭ জুলাই কয়েকজন গণমাধ্যম কমীর্ তার বাড়িতে গেলে সন্ত্রাসী বাহিনী তাদের আটক করে। খবর পেয়ে কয়েক ঘন্টা পর এলাকাবাসী তাদের উদ্ধার করেন। প্রতারক চক্রটির চিকিৎসার নামে ভাওতাবাজি ও অত্যাচারের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অতিষ্ট এলাকাবাসীর পক্ষে মৃত ময়েজ উদ্দিন সরকারের ছেলে রেজাউল করিম গত ২৮ আগস্ট র্যাব, সেনাবাহিনী, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুকুল মিয়ার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমিও বিষয়টি নিয়ে ইউএনও ও পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। অবশ্যই এমন প্রতারণার শিকার থেকে সাধারণ মানুষকে রক্ষা করা উচিত। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন সবেমাত্র অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে মানুষকে ঠকানো প্রতারক চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]