নিজস্ব প্রতিবেদক-
নোয়াখালী বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ জেটিআইটি ফাউন্ডেশন কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
এলাকাবাসী জানান, এই ভাবে এখন পর্যন্ত কেউ ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করতে আসে নি । আমরা এই ধরনের ফ্রী চিকিৎসা ও ঔষধ পেয়ে খুবই আনন্দিত ও গর্বিত।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জেটিআইটি ফাউন্ডেশন তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সব ধরনের জরুরী প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। আশেপাশের এলাকার লোকজন হু হু করে ছুটছে ফ্রী চিকিৎসা ক্যাম্পের দিবে। উক্ত ফ্রী চিকিৎসা ক্যাম্পে প্রায় ২ হাজার মানুষের ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ৩১ আগস্ট সকাল থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত কার্যক্রম চলছে।
ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন ১০ জন ডাক্তার ৫ জন মেডিকেল সহকারী ৩ জন প্যাথোলজিস্ট ৫ জন ফার্মাসিস্ট,৩ জন হোমিওপ্যাথি চিকিৎসক এবং নোয়াখালীর ১০ জন স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার ক্যাম্পে যুক্ত ছিলেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সর্বাধিক সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]