এম,ডি রেজওয়ান আলী বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুর বিরামপুরে ইমাম মাশায়েক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জমঈয়তে আহলে হাদীসের আয়োজনে আজ শনিবার চৌদ্দ সেপ্টেবর বিরামপুরে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামা মাশায়েখদের নিয়ে সমাবেশ করা হয়েছে। শহরের আদর্শ হাইস্কুল প্রাঙ্গণে জমঈয়তে আহলে হাদীস বিরামপুর উপজেলা শাখার সভাপতি একেএম রেজা বাদশাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জমঈয়তে আহলে হাদীস দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল জলিল আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন,আল মারূফ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আনোয়ারুল ইসলাম,সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক,জমঈয়তে আহলে হাদীস দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি লুৎফুল কবীর ও মাওলানা আব্দুল মোমিন,বিরামপুর শাখার সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম,বিজুল কামিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা ইছাহাক আলী,হাফেজ রাশেদুল ইসলাম,প্রশিক্ষক তাওহীদ বিন ইব্রাহিম প্রমূখ গন উপস্থিত ছিলেন ।
এসম বক্তারা আল্লাহর দেওয়া কুরআন ও হাদীসের আলোকে বিশদ আলোচনা উপস্থাপন করেন। তারা আরও জানান,কুরআন ও হাদীসের অনুসরণে নিজের জিবন পরিচালিত করার আহ্বান জানানো হয়েছে।
আল্লাহর দেওয়া পবিত্র কুরআন ও হাদীসের আলোকে চলার পথে বাস্তবে রুপদান দিতে উপস্থিত সকলের উদ্দেশ্যে বয়ান পেশ করেন। মুসলিমের এই দেশের প্রতি ইঞ্চি মাটিতে রয়েছে ইসলামের সুবাস। শহর গ্রাম প্রতিটি অঞ্চলে ছড়িয়ে রয়েছে অজস্র মসজিদ মাদরাসা ও আলেম উলামা। স্বাধীনতার পর থেকে এই জনপদের মুসলমানদের ইমান আমল সংরক্ষণ ও দেশের আর্থসামাজিক উন্নয়নে যাদের অবদান উপস্থিত কারো থেকেই কম নয়। যারা সরকারি সুবিধা বঞ্চিত হওয়া সত্যেও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই উলামা মাশায়েখ সম্মেলনের মত একটি অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে স্বাগত জানানো।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]