নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় সিরাতুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। গত সোমবার বিকেলে সুন্দরগঞ্জ পৌরশহরের বাহিরগোলা জামে মসজিদ মোড়ে এ উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। পরে একইস্থানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার। উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমান, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মো. একরামুল হক প্রমুখ। সিরাতুন্নবী (সা.) উদযাপনে উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২০ মানুষ অংশগ্রহণ করেন।