সাইফুল ইসলাম বাগাতিপাড়া ( নাটোর) প্রতিনিধি :
বৈষম্য দুরিকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে লালপুর উপজেলা শিক্ষা পরিবার।
লালপুর উপজেলা শিক্ষা পরিবরের ব্যানারে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা চত্তরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, সহকারি শিক্ষা অফিসার শিউলি খাতুন,একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মদ শিবলী
বাংলাদেশ শিক্ষক সমিতি লালপুর উপজেলা শাখার সভাপতি ও গৌরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,জমিয়াতুল মোদাররেসিন লালপুর উপজেলা শাখার সভাপতি ও বালিতিতা ইসলামপুর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও রায়পুর জাফরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল করিম প্রমূখ। মানববন্ধন শেষে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]