সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল মজিদ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বার্ধক্য জনিত কারণে সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ উপজেলার চকগোয়াশ গ্রামের মৃত কেদার সরদারের জেষ্ঠ্য সন্তান ছিলেন। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা প্রেসক্লাব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতিসহ বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ গোভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]