ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার (২৫ সেপ্টেম্বর ) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম জানান, বৃহস্পতিবার (২৬ শে সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভাঙ্গা ও আলমারিতে থাকা খেলনার উপকরন ও দুই টি রুম থেকে ১০টি ফ্যান, পানির ট্যাপের মালামাল বইসহ অন্য মালামাল চুরি করে নিয়ে যায়।
এই সকল জিনিজপত্রের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার হবে। তিনি বলেন, বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগ হয়নি নৈশপ্রহরী না থাকার চোর চক্র নিশ্চিন্তে চুরি করে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানায়, এলাকার মাদকবিক্রেতা ও সেবনকারীদের উৎপাত বেড়ে গেছে। তারা এসব করে বেড়াচ্ছে। আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়েও তারা চুরি করেছে। পুলিশের নজরদারি কম থাকায় অপরাধীরা এলাকায় মাদকসেবন করে ঘুরে বেড়াচ্ছে। আর মাদকের টাকার যোগান দিতে এসব চুরি করছে।
এদিকে স্থানীয়রা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান এবং এরকম ঘটনা যেন আর কখনও না ঘটে সে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]