দেলোয়ার হোসাইন ঃ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বেলকা চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় চৌরাস্তায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার', 'নবীর দুশমনের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘সাবিলুনা কাবিলুনা, আল জিহাদআল জিহাদ', বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান'সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্যাহ, বেলকা ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাজমুল হুদাসহ আরও অনেকে।
সমাবেশে বক্তরা বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলিজার টুকরা মহানবী (সা) কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটুক্তি করা হচ্ছে। আমরা কুরআনের আয়াত অনুযায়ী এখানে একত্রিত হয়েছি। মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি করা মানে মুসলমানদেরকে আঘাত করা । যারা মুসলমানদেরকে আঘাত করে তারা আসলে ভুল করে। তারা রাসুল (সা:) কে আঘাত করার মাধ্যমে মুসলিমদের ঈমানকে শানিত করে দেয়। তারা মুসলিমদেরকে আরও ঐক্যবদ্ধ করে দেয় সেটি বুঝতে পারে না।
তারা আরও বলেন, ভারতের বিভিন্ন জায়গায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করা হচ্ছে। আল্লাহর এই জমিনে তাদেরকে জায়গা দেওয়া হবে না। মুসলিম জেগে উঠো, ঘুমোনোর সময় নেই। কটূক্তিকারীর ফাঁসি চাই আমরা। প্রিয় নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। তাই ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]