সুন্দরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেন জামায়াত নেতারা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।
বৃহহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন তারা।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমির ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, ধোপাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম সাজু, সেক্রেটারি এনামুল হক, কোষাধ্যক্ষ ওয়াহিদুর রহমান, যুব জামায়াতের সভাপতি আশরাফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় জামায়াত নেতারা মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলীদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনোরকম সন্ত্রাসী হামলার শিকার না হন, সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে তাদের পাশে থাকবেন বলে জানান তারা।