সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।
এসময় রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির মাহতাব হোসেন সরকার, সেক্রেটারি আব্বাস আলী খন্দকার, উপজেলা যুব জামায়াতের সহ-সভাপতি মোশাররফ হোসেন, জামায়াত নেতা মোজাফফর হোসেন, জেলা ছাত্রশিবিবের স্কুল কার্যক্রম সম্পাদক সাগর মিয়া, রামজীবন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক নিবারন চন্দ্র দাসসহ জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াত নেতারা রামজীবন ইউনিয়নের ৭টি দূর্গামন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতা ও পুরোহিতদের খোঁজখবর নেন। মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলীদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করেন। পরে মন্দির কমিটির সদস্যদের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]