সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ পৌর এলাকার কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন। উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবিরের সভাপতিত্বে ও কৃষিবিদ সাদেক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা জামায়েতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বি এনপি’র আহবায়ক বাবুল আহম্মেদ প্রমুখ। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ৩০০ জন কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার পাবেন। এর মধ্যে ভূট্টা, সরিষা, মশুর ডাল ও গমসহ প্রতিজন কৃষক বীজ ও সার পাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]