জহুরুল ইসলাম-নীলফামারী প্রতিনিধি
শনিবার (১৪ই ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার আয়োজনে আল-হেলাল একাডেমি নীলফামারী জেলা কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা সেক্রেটারি অধ্যাপক মাও. আন্তাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মো: আব্দুল কাদিম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,
১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। নিশ্চিত পারাজয় জেনেও পাকিস্তানি হানাদার বাহিনী সেদিন অসংখ্য মানুষকে হাত-পা বেঁধে হত্যা করেছিল। এ সময় তিনি আরো বলেন, যেখানে কোরআন ও সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম নেই সে সকল ভূখণ্ডে নিজের আধিপত্যকে বিস্তারের জন্য যারাই ক্ষমতায় থাকে তারা জনগণের অধিকার নিশ্চিত করার পরিবর্তে বেছে নেয় অত্যাচার, নির্যাতনের পথ যা বিগত আওয়ামী সরকারের আমলেও আমরা হতে দেখেছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আসুন আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি, দেশকে বিনির্মাণ করি। "
আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা কর্মপরিষদ সদস্য ও সদর আমির মাওলানা আবু হানিফা শাহ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]