সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌর শহরের ৭নং ওয়ার্ডে হুইল পাউডার মিশ্রিত বালতির পানিতে পড়ে আয়াত ()নামের এক শিশুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। সে ঐ ওয়ার্ডের সাদিক সরকারের ছেলে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আয়াতের দাদা সাবেক পৌর কাউন্সিল নুর আলম জানান, বাড়ীতে আমরা কেউ ছিলাম না। আয়াতের মা কাপড় কেছে শুকাতে দিতে বাড়ির বাইরে যায়। ফিরে এসে দেখে শিশু পুত্র আয়াত উঠানে রাখা বালতির পানিতে উপর হয়ে পড়ে আছে। তাকে তুলে নিয়ে মা আমিনা বেগম দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান তদন্তকারী কর্মকর্তা হিসেবে এস আই শামছুল হককে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি লাশের সুরুতহাল লিপিবদ্ধ করেন। পরে উদ্ধোর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]