বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টার:
“বিপিডিএ’র অঙ্গিকার- ২৪ ঘন্টা ডাক্তার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করলো। সারা দেশে চালু হলো টেলিমেডিসিন সেন্টার, যেখানে ২৪ ঘণ্টা ডাক্তারদের সেবা পাওয়া যাবে। এখন রাত-বিরাতে হঠাৎ অসুস্থ হলেও চিন্তার কিছু নেই, কারণ বিপিডিএ’র ডাক্তাররা সব সময় প্রস্তুত রোগীদের পাশে থাকার জন্য।
বিপিডিএ’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল ইসলাম তুহিন বলেন, “আমরা চাই দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজেই চিকিৎসা সেবা পাক। ডাক্তার আর রোগীর দূরত্ব কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।”
সংগঠনের সাংগঠনিক সম্পাদক এমএ রহিম মিয়া বলেন, “সবার জন্য দ্রুত এবং সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ২৪ ঘণ্টা ডাক্তার পাওয়া যাবে, এটাই বিপিডিএ’র নতুন অঙ্গীকার!”
কীভাবে এই সেবা পাওয়া যাবে?
✅ যেকোনো মোবাইল থেকে নির্ধারিত নম্বরে কল করলেই মিলবে চিকিৎসা পরামর্শ।
✅ প্রয়োজনে রোগীদের ওষুধের পরামর্শ এবং হাসপাতাল রেফারেন্সও দেওয়া হবে।
✅ অভিজ্ঞ প্যারামেডিকেল ডাক্তাররা রোগীদের সেবা প্রদান করবেন।
✅ দূরবর্তী এলাকার মানুষ এখন সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।
BPDA-এর এই টেলিমেডিসিন সেবা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে আরও উন্নত ও আধুনিক সেবা দেওয়ার পরিকল্পনা করছে সংগঠনটি। তাই আর দেরি না করে, বিপিডিএ’র টেলিমেডিসিন সেবা নিন –সুস্থ থাকুন।