সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
“ফ্যাসিস্ট হাসিনা সরকারের ভারতীয় নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় সম্ভব হয়নি। তাই আসুন আমরা তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেঘা প্রকল্প অভিলম্বে বাস্তবায়নের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলি”।
গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে হরিপুর—তিস্তা ব্রীজ পয়েন্টে আয়োজিত তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়নের দাবীতে এক বিশাল গণজমায়তে প্রধান অতিথি বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও সাবেকমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপরোক্ত কথা গুলো বলেন। সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহামুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে গণজমায়তে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন—রংপুর বিভাগীয় সহ—সাংগঠনিক সম্পাদক (বিএনপি) অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সেক্রেটারী মাহামুদুল নবি টিটুল, সহ—সভাপতি ডা. জিয়াউল ইসলাম জিয়া, ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, উপজেলা বিএনপির আহব্বায়ক বাবুল আহম্মেদ, পৌর বিএনপির আহব্বায়ক ইফতেখার হোসেন ভুঁইয়া নিপ্পন প্রমুখ। বক্তাগণ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেঘা প্রকল্প বাস্তবায়নের দাবী আদায়ের লক্ষে আহুত আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী তিস্তা ব্রীজ পয়েন্টে লাগাতার অবস্থান কর্মসূচিতে শরিক হওয়ার জন্য দলমত নির্বিশেষে সকলকে অংশ নেয়ার আহবান জানান।