সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
“তিস্তা নদী তার অতীত ঐতিহ্য ফিরে পেতে চায়। তাই তিস্তার নদীর পানি নিয়ে আগ্রাসী শক্তি ভারতের বিরুদ্ধে রুখে দারিয়ে এর ন্যায্য হিস্যা আদায় করতে হবে। তিস্তা নদীর পানি নিয়ে ফ্যাসিন্ট আওয়ামীলীগ সরকার যে রাজনীতি করেছে সে রাজনীতির বিরুদ্ধে আমাদের রুখে দারাতে হবে”। তাই আসুন আমরা তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেঘা প্রকল্প অভিলম্বে বাস্তবায়নের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলি”।
গতকাল সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে হরিপুর—তিস্তা ব্রীজ পয়েন্টে আয়োজিত তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়নের দাবীতে ২দিন ব্যাপী লাগাতার কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল জনতার সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেকমন্ত্রী বরকত উল্লাহ বুলু উপরোক্ত কথাগুলো বলেন। সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহামুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে জনতার সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন—রংপুর বিভাগীয় বিএনপির সহ—সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সেক্রেটারী মাহামুদুর ন্নবী টিটুল, সহ—সভাপতি ডা. জিয়াউল ইসলাম জিয়া, ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহব্বায়ক বাবুল আহম্মেদ, পৌর বিএনপির আহব্বায়ক ইফতেখার হোসেন ভুঁইয়া নিপ্পন প্রমুখ। প্রধান অতিথি অন্তবর্তিাকালীন সরকারের উদ্দেশ্যে বলেন জরুরি ভিত্তিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচিত সরকার ছাড়া এদেশের বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি জনতার উদ্দেশ্যে আরও বলেন তারা ক্ষমতায় গেলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মেঘা প্রকল্প বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।