জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
নীলফামারীর বড় বাজার মোড় থেকে নেতাকর্মী নিয়ে মিছিলটি শুরু হয়ে মুহূর্তেই পুরো এলাকা মিছিলের নগরীতে রূপ নেয়। জেলা শহর প্রদক্ষিণ শেষে নীলফামারী চৌরঙ্গী মোড়ে জমায়েত হয়। হাজারো মানুষ ঐক্যবদ্ধ কণ্ঠে একই দাবি তুলে ধরেন ” অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই, দিতে হবে'” এ সময় মিছিলে স্লোগানে উত্তাল হয়ে উঠে গোটা এলাকা।
জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ আগামী ২০ তারিখের মধ্যেই অন্তবর্তীকালীন সরকারের কাছে দলের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এক যুগ ধরে আমাদের নেতাকে কারাবন্দী করে রাখা হয়েছে। আমরা আর নীরব থাকবো না। যদি আমাদের এই ন্যায্য দাবি মানা না হয়, তাহলে এরপর থেকে একমাত্র এটিএম আজহারুল ভাইয়ের মুক্তির দাবিতেই এক দফার আন্দোলনে মাঠে নামবে জামায়াতে ইসলামী।”
সমাবেশে জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুন্তাকীম।
মিছিলে জেলার প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ আন্দোলন চলবে, তবে দাবি মানা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।