মাহফুজার রহমান মাইদুল:সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে এই স্লোগান কে ধারন করে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস, সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে একুশের চেতনায় “ভাষা শহীদের স্মরণে কুইজ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ-২০২৫” অনুষ্ঠিত হয়।
আজ ৬ই মার্চ, ২০২৫, দুপুর ১২.০০ ঘটিকায় সুন্দরগঞ্জ উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর হলরুমে কুইজ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে কুরআন তিলাওয়াত করেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুরে-তাকিয়া। এরপর গ্রীন ভয়েস,সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মাহফুজার রহমান মাইদুল এর সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় আরও বক্তব্য রাখেন গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ একরামুল হক, গ্রীন ভয়েস সুন্দরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ডা. মোঃ আতাউর রহমান মুকুল, ইঞ্জিনিয়ার মোঃ রুবেল মিয়া, আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন শাকিল, যুগ্ম আহ্বায়ক নুর-আলম নুর সহ আরো অনেকে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুর রহমান তামিম, সাহিত্য সংস্কৃতিক কর্মকর্তা সাবেক সেনা সদস্য মোঃ মতিউর রহমান, মাধ্যমিক ও কলেজ শাখার কো-অর্ডিনেটর শ্রী রুপক কুমার, বালিকা ক্যাম্পাসের কো-অর্ডিনেটর সুফিয়া বেগম প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর মেহেরুল ইসলাম, ইংলিশ মিডিয়াম এর শিক্ষক মোছাঃ মিম আক্তার, আতিকুর রহমান, কার্যকরী সদস্য উত্তম কুমার, হাবিবুল্লাহ হাবীব, জেনারুল ইসলাম, কামরুল হাসান, আমিনুল ইসলাম, আলামিন মোহ, মামুন মিয়া সহ গ্রীন ভয়েস সুন্দরগঞ্জ উপজেলা শাখার অসংখ্য সবুজ স্বেচ্ছাসেবী সদস্যগণ।
সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনেক সুন্দর ও প্রাণবন্ত ভাবে অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ী শিক্ষার্থীরা ও পুরস্কার পেয়ে অনেক খুশি হয়েছেন। গ্রীন ভয়েসের এমন আয়োজন কে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয় স্বাগত জানিয়েছেন এবং শেষে সকলকে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।