নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মন্জু ।
প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান (বেলাল)
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর ও গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল করিম মিয়া , বিশেষ অতিথি আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু। হোপ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো. বদরুল আমিন,পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাঃ একরামুল হক প্রমুখ।
পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউ. পি. চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।