ড্রেনের ময়লা পানির গন্ধে অতিষ্ঠ চিলাহাটিবাসী
তপন দাস
নীলফামারী প্রতিনিধি
ড্রেনে জমে থাকা অতিরিক্ত পানি ও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে নীলফামারী ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি বাজার বাসী। এতে চলাচল করতে অসুবিধায় পড়তে হচ্ছে তাদের দুর্গন্ধের কারনে বাজারে যেতে পারে আবার গেলেও থাকতে পারছে না বেশিক্ষণ । চলাচল করতে পারছে না ড্রেন থেকে বেড়িয়ে আসা পানি ও পচে যাওয়া ময়লার কারণে।
এবিষয়ে চিলাহাটি বাজারের কয়েকজন দোকান এর সাথে কথা হলে তারা জানান চিলাহাটি আমাদের একটি ঐতিহাসিক স্হান আর আন্তজাতিক একটি স্হল বন্দর অথচ উন্নয়ন নেই আমাদের চিলাহাটির কারন তার উদাহরণ স্বরুপ হলো আমাদের দোকানের সামনের এই ড্রেন গুলো । এই ড্রেন গুলো এত ছোট যে সেগুলো দিয়ে পানি সহজে বের হয়ে যেতে পারে না যার কারনে পানি ওভার লোড হয়ে ড্রেনের ছেলাপের উপর দিয়ে বের হয়ে আসে আর প্রচন্ড দুর্গন্ধ বের হয় যার কারনে কাষ্টমার রা বাজারে আসছে না আর আমাদের দোকানি দের ওও দোকান করা অনেক কষ্ট সাধ্য হয়ে পড়েছে , তাই আমাদের একটাই চাওয়া চিলাহাটি বাজারে ড্রেন গুলো যেন প্রশস্ত ও গভীরতা বাড়িয়ে যেন সংস্কার বা পূর্ণনির্মাণ করা হয়।
এদিকে কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা বলেন এই প্রচন্ড দুর্গন্ধের কারনে আমরা বাজারে আসতেই চাই না তবুও আসতে হয় কারন পচা ময়লা ও পানির কারনে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও কয়েকজন শিক্ষার্থী বলেন এই দূর্গন্ধের কারনে আমরা স্কুলে যেতে পারি না বিশেষ করে ময়লা পানি গায়ে পড়ার কারনে তাই আমরা অনুরোধ করছি যে এই ড্রেন গুলো যেন দ্রুত সংস্কার বা পূর্ণ নির্মাণ করা হয়।
এবিষয়ে ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালুর সাথে কথা হলে তিনি বলেন চিলাহাটি বাজারের
ড্রেনের বিষয়টি উর্ধতন কর্তিপক্ক কে জানানো হয়েছে বরাদ্দ পেলে চিলাহাটি বাজারের ড্রেনের কাজ করা হবে কারণ সেখানকার ড্রেন গুলো অনেক পুরনো এবং সংকৃর্ণ যার কারনে অল্পতে ড্রেন গুলো ভর্তি হয়ে যায়। তাই আমরা ড্রেন গুলোকে প্রশস্ত ও গভীরতা দুটোরেই কাজ করবো যাতে চিলাহাটি বাসীকে আর দূর্ভোগ পোহাতে না হয়। এদিকে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা পুবন আক্তার বলেন জরুরী ভিত্তিতে চিলাহাটি বাজারের ড্রেনগুলি সংস্কার করা হবে যাতে জনসাধারণ এ দুর্ভোগের হাত থেকে রেহাই পায়।