কালিয়াকৈর টু মাওনা সড়কে মমান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ গেল আবুল কালামের
মোঃ হানিফ মাদবর (স্টাফ রিপোর্টার)
ইদের ছুটি শেষে কর্মস্থলে যোগদান করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে মোঃ আবুল কালাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। কর্মস্থানে যোগদান করা আর হল না আবুল কালামের।কারণ সড়ক দুর্ঘটনায় না ফেড়া দেশে চলে যেতে হয়েছে তাকে ।
গাজীপুরের শ্রীপুরের মাওনা টু কালিয়াকৈর সড়কের মুনছুরাবাদ মোড়ে আবুল কালাম এর মোটরবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাথায় এবং হাতে আঘাত পেয়ে ঘটনা স্থলে মারা যায়।
নিহত ব্যাক্তি হলেন মোঃ আবুল কালাম (২৫) পিতাঃ ফুল চাঁন গ্রামঃ লাউহাটি থানাঃ হেলেনাপাড়া জেলাঃ টাংঙ্গাল। দুর্ঘটনা খবর পেয়ে চকপাড়া ফাঁড়ির ইনর্চাজ এস আই মিন্টু উপস্থিত হয়। ঘটনা স্থল পরিদর্শন করে বলে লাশ থানায় নিয়ে যাওয়া হবে, পরে তার পরিবারের লোকজন আসলে লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে এবং পরবতি পদক্ষেপ নেওয়া হবে।