বিপিডিসি’র ৭ দফা ঘোষণা
জেড এইচ সিদ্দিকী
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল বিপিডিসি ৭ দফা দাবি আদায়ের জন্য কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল বিপিডিসি’র
উক্ত কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল বিপিডিসি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব আরএম রনি, ভাইস চেয়ারম্যান পারমিট, মহাসচিব জনাব মোঃ জিয়াউল হক সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক সহ বিপিডিসি কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীগণ।
বিপিডিসি কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মোঃ জিয়াউল হক সিদ্দিকী এক লিখিত বক্তব্যে বলেন সারাদেশে প্রায় বারো লক্ষাধিক পল্লী চিকিৎসক যারা স্বাধীনতার পূর্ব হতে গ্রামগঞ্জের চিকিৎসা বঞ্চিত জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছে। যারা একসময় সবার চোখে ছিল মহত, ছিল দেবতা আজ তারাই হচ্ছে ভুয়া, যাদেরকে সর্ব স্তর করেছিল সম্মান আজ তারাই আবার হচ্ছে লাঞ্ছিত, অপমানিত, অপদস্ত। শুধুমাত্র কিছু সুবিধাবাদীর উস্কানিতে বিএমডিসি আইন ১৯৮০ বাতিল করে কেড়ে নিয়েছেন আমার বারো লক্ষ পল্লী চিকিৎসকের রিজিক। যা একজন মমতাময়ী মায়ের কাছ আশা করা যায় না।
অতএব আমরা মমতাময়ী মায়ের কাছে বারো লক্ষ পল্লী চিকিৎসকের প্রাণের দাবি হিসাবে ৭ দফা ঘোষণা করা হইলো।
১। পল্লী, প্যারামেডিক ও ডিপ্লোমা চিকিৎসকদের একটা নাম একমাত্র পরিচয় প্রদান
২। পল্লী চিকিৎসকদের সনদপত্র মূল্যায়নের জন্য আলাদা শিক্ষা বোর্ড গঠন ।
৩। বিএমডিসি প্রণীত ২০১০ সালের আইনের ২২ (১) ধারার আওতায় এনে পল্লী চিকিৎসকদের নিবন্ধনের সরকারি স্বীকৃতি প্রদান ।
৪। পল্লী চিকিৎসকদের মাঝে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু করা ।
৫। প্রশিক্ষণপ্রাপ্ত পল্লী চিকিৎসকদের সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা ।
৬। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পল্লী চিকিৎসকদের চাকরিতে সনদপত্রের স্বীকৃতি প্রদান করা ।
৭। কর্মস্থলে নিরাপদে প্রাক্টিস করার অধিকার প্রদান।
প্রাণের এই দাবীগুলির মাধ্যমে পল্লী চিকিৎসকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সেবা প্রদানে
আইনগত অধিকার আদায়ে আসুন আমরা এক হয়ে যাই।
প্রধান অতিথি জনাব আরএম রনি বলেন বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল বিপিডিসি পরিবার আমরা গনতন্ত্রে বিশ্বাসী ।
তিনি আরও বলেন বর্তমান সরকারের নিকট আমরা আশাবাদী যে তিনি আমাদের নৈতিক দাবী কখনো অনৈতিক ভেবে উড়িয়ে দিবেন না এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা ৭ দফা দাবিতে মাঠে নামার মহা পরিকল্পনা গ্রহন করেছি।