সুন্দরগঞ্জের প্রতারণার দায়ে কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে সাময়িক অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক-
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
১লা মে সোমবার জেলা সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক ও সাধারণ সম্পাদক দীপক কুমার পাল স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত হয়।
নোটিশে বলা হয় উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস’র বিরুদ্ধে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দের অভিযোগ ও বিভিন্ন সংবাদপত্র মিডিয়ায় প্রকাশিত প্রচারিত সংগঠনের সুনাম ও মর্যাদাহানীকর এবং জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনার নীত আর্দশ পরিপন্থি কর্মকান্ড এবং নির্দেশ অমান্যের খবর এমনকি বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী উন্নয়ন কর্মসূচি বা অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ প্রকল্পের নাম করে সাধারণ গরীব দুঃখী মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার খবর পত্রিকা ও মিডিয়ায় প্রকাশ হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এমতাবস্থায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বৃহত্তর রংপুর বিভাগের বিভাগীয় সম্পাদক/ সমন্বয়কারীর সাথে পরামর্শক্রমে বাংলাদেশ কৃষক লীগের গঠন তন্ত্রের ২৯-এর (খ),২৪ এর (ক),(গ),(ছ) ধারার অংশ বিশেষ প্রয়োগ বা গঠনতান্তিক বিধি মোতাবেক সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক মোঃ বকুল বিশ্বাসকে স্ব স্ব পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান সহ তাদের সকল সাংগঠনিক ক্ষমতা খর্ব করা হয়।
একই সাথে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।
সেই সাথে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযুক্ত সভাপতি এবং সাধারণ সম্পাদককে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশের স্ব স্বাক্ষরিত পুর্ণ জবাব দেয়ার নির্দেশ প্রদান করেন।