বিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত
গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিট সময় বিরামপুর প্রেসক্লাব হলরুমে উক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রেসক্লাবের সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা আরম্ভ হয়। উক্ত দিবসের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,বিরামপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মশিহূর রহমান,সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার,সাংবাদিক রায়হান কবির চপল,সাংবাদিক এবিএম মুসা,সাংবাদিক মিজানুর রহমান,সাংবাদিক শাহ আলম,সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক রেজওয়ান আলী,সাংবাদিক আজাহার ইমাম,সাংবাদিক সামিউল ইসলাম,সাংবাদিক সোহেল রানা,সাংবাদিক নয়ন হাসান,সাংবাদিক নুর ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন ছিলেন। প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহ আলম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবিএম মুসা,সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার,সহ-সভাপতি মাসুদ রানা,বিরামপুর প্রেসক্লাব সভাপতি আকরাম হোসেন, সাংবাদিক সামিউল আলম সহ প্রমুখগণ।
এসময় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য বিশদভাবে আলোচনা হয়েছে। উক্ত দিবসে গণমাধ্যম কর্মীদের প্রতি নির্যাতন কার্যক্রম পরিচালনা কর্তব্যরত অবস্থায় আহত নিহত সকলের প্রতি সমবেদনা মাগফেরাত কামনা,
সুস্থভাবে গণমাধ্যম কর্মীদের কার্যক্রম পরিচালনা বেগবান করা ডিজিটাল আইনের ব্যবহার রোধ প্রকল্পে জোর দাবি সহ অনেক জ্বোরদাবির লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।