❝নোয়াখালীর হাতিয়ায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ ❞
রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
“কৃষকের ঘরে উঠবে ধান,ছাত্রলীগের রইবে অবদান ”এই প্রতিপাদ্যে, কৃষি বান্ধব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক ও হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিনের দিক নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন ২নং চানন্দী ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা।
আজ ৪ এপ্রিল সকাল১০টার দিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সহ প্রায় ১৫ জন কর্মী অসহায় কৃষকের ১বিঘা জমির ধান কাটতে সহায়তা করেন।
এ ব্যাপারে চানন্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি -আকবর সাদেক ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন সাগর বলেন -হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী আমরা আজ অসহায় কৃষকের মুখে হাসি ফোটাতে তার ধান কেটে দিলাম, আমার ধান কাটার উদ্যোগ গুলো অব্যাহত থাকবে। তাছাড়া সাধারণ সম্পাদক আজমীর হোসেন সাগর আরো বলেন-আমরা ছাত্রলীগের সাথে যারা সংযুক্ত, তারা যদি আমাদের মতো অসহায় কৃষকদের পাশে দাড়াই তাহলে,,দেশ এবং জাতির উন্নতি হবে।
স্থানীয়রা জানান- আমাদের এলাকাতে অনেক গুলো সামাজিক ও মানবিক কাজ সম্পূর্ণ করছেন ছাত্রলীগের নেতা কর্মীরা,,