পলাশবাড়ীতে ৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মিলন মন্ডল, পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ
ঢাকা-রংপুর মহাসড়কে যাতায়াতকারী সন্দেহভাজন দূরপাল্লার যাত্রীবাহীবাসে নিয়মিত পুলিশের মাদক চেকিং অভিযানের অংশ হিসেবে ৪ মে বৃহস্পতিবার ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, এসআই রাজু ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার পৌনে ৩টার দিকে পলাশবাড়ী থানাধীন পৌরসভাস্থ বাঁশকাটা মৌজাস্থ ব্রাক মোড়ের রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ী চেকিংকালে যাত্রীবাহী বাস আলম এন্টারপ্রাইজ (রেজিঃ ঢাকা-মেট্রো -ব-১৪-৫৬৮১) গাড়ী হতে যাত্রী ছদ্মেবশী মাদক ব্যবসায়ী সোহেল রানা @ সাব্বির রাসেল (২৮) ও রবিউল ইসলাম (২৩) এর হেফাজত হতে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল রানা ওরফে সাব্বির রাসেল ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকার মারাধার গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে ও রবিউল ইসলাম (২৩) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।#