বাবে মোর্শেদ দেওয়ানবাগ শরীফে বিশেষ আশেকে রাসুল ( স: ) সম্মেলন অনুষ্ঠিত
সুমন মিয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশুগঞ্জ উপজেলায় বাহাদুরপুর গ্রামে বাবে মোর্শেদ দেওয়ানবাগ শরীফে – আল্লাহ্’র দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি দেখানোর ১৫ তম বাৎসরিক অনুষ্ঠান – ও বর্তমান যুগের ইমাম, নূরে মোহাম্মদীর ধারক ও বাহক, মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী ইমাম প্রফেসর ড. আরসাম কুদরত -এ- (মা. আ.) হুজুর কেবলাজানের ৩৮ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে,
বিশেষ আশেকে রাসুল ( স: ) সম্মেলন ও পিঠা উৎসব সম্মেলনে আগত আশেকে রাসুলদেরকে নিয়ে পিঠা উৎসব এর শুভ উদ্বোধন করেন ও নিজের ৩৮ তম জন্মদিনের সুবিশাল আকারের কেক কাটেন কুদরত এ খোদা সমবেত আশেকে রাসুলদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ, এরপর অনুষ্ঠিত হয় মুহাম্মাদী ইসলামের মিলাদ মাহফিল ও জুমার নামাজ, নামাজের পর আল্লাহর মহান বন্ধু মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড.আরসাম কুদরত এ খোদা ( মা.আ. ) হুজুর মহামূল্যবান বাণী মোবারক ও মোনাজাত প্রধানের মধ্যে দিয়ে সমাপ্ত হয় বিশেষ আশেকে রাসুল ( স. ) সম্মেলন।