রংপুর অভিযাত্রিক এর ৪৬ বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-
রিয়াজুল হক সাগর,রংপুর ।
রংপুর অভিযাত্রিক এর ৪৬ বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত- স্বরচিত ছড়া, কবিতা আবৃত্তি গান, শুভেচ্ছা কথা ও কেক কাটার মধ্য দিয়ে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ রংপুর ৪৬ বছর প্রতিষ্ঠা বার্ষিক পালিত হলো৷ শুক্রবার বিকেল ৪টায় রংপুর টাউন হল চত্বর অভিযাত্রিক কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কাশেম, যুগ্ম আহবায়ক, মহানগর আওয়ামীলীগ, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট নাট্যকার ও প্রতিষ্ঠাতা, সারথি একাডেমি রংপুর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট হুমায়ুন রশীদ চৌধুরী, এ,পি,পি, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১, রংপুর।বিশেষ অথিতি হিসাবে আরও উপস্থিত ছিলেন কবিও সাংবাদিক মাহাবুবুল ইসলাম, কবি জাহিদ হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন বিমলেন্দু রায়, জাহিদ হোসেন, তাপস মাহমুদ, জোসেফ আখতার,ফকরুল ইসলাম, নাহিদা ইয়াসমিন, মাহমুদ এলাহী মন্ডল, রায়হান আহমেদ রিমন, রিয়াজুল হক সাগর, প্রিতম রায়, রোমানুর রহমান রোমান, ধ্রুবক রাজ, সোহানুর রহমান শহিন, শাহ আলম, জাকির আহম্মেদ, হাসনায়েন রাব্বি,শাহিনা সুলতানা, মইনুল ইসলাম, মাসুম মোরশেদ, শহিদুল আলম, আবিদ করিম মুন্না,মতিয়ার রহমান প্রমুখ, কবি, সাংবাদিক, নাট্যকার, শিল্পী, বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে তাদের পরিবেশনা উপস্থাপনা করেন। অনষ্ঠানে সভাপতিত্ব করেন তৈয়বুর রহমান বাবু, সিনিয়র সহ- সভাপতি, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ রংপুর।