পলাশবাড়ীতে মহাতীর্থ শ্রী শ্রী জয় মা কালী মন্দিরে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত
মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
ধর্মীয় ভাব গাম্বিয্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করতোয়া পাড়া মহাতীর্থ শ্রী শ্রী জয়মাকালী মন্দির প্রাঙ্গণে ৩২তম বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৫ মে শুক্রবার দেশমাতৃকার ও বিশ্ব জননী সকল সন্তানের শান্তি কামনার্থে কালী মন্দিরে নাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন এ আয়োজন করা হয়।
অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন শিল্পী শ্রী অন্তর মহন্ত, আদমদীঘি । মনমুগ্ধকর পরিবেশ এলাকার সনাতন ধর্মের প্রাণ প্রিয় অনুষ্ঠান ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসর প্রাপ্ত) মফিজুল হক,নাটোর লাল বাজার কালীমন্দিরের সভাপতি খগেন্দ্র নাথ সাহা,মহাতীর্থ করতোয়া পাড়া শ্রী শ্রী জয় মা কালী মন্দিরের সভাপতি শ্রী দুলাল ঠাকুর।