দিনাজপুরে ৭৫তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত২০২৩
সৈয়দ শাহরিয়া আশিক নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৭৫তম “ইঞ্জিনিয়ার্স ডে” -২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৭ মে রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ দিনাজপুর কেন্দ্র এর আয়োজনে সকাল ১০টায় আইইবি দিনাজপুর কেন্দ্রে (দিনাজপুর সড়ক ভবন চত্বরে) জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও সড়ক সার্কেল দিনাজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল হক খান। আইইবি’র পতাকা উত্তোলন করেন দিনাজপুর কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন।
এরপর সকল সদস্য প্রকৌশলীবৃন্দ শপথ বাক্য পাঠ করেন। এরপর সড়ক ভবন চত্বরে শান্তির পায়রা কবুতর, বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান ও সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন।
সড়ক ভবন থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ভবন অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার পূর্বে ৭৫তম ইঞ্জিনিয়ার্স ডে’র কেক কাটেন প্রধান অতিথি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস.এম শাহিনুর ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ.এন মোঃ নাইমুল এহসান, নেসকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসান, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী সাফি মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, এলজিইডি’র সহকারী প্রকৌশলী ওয়াহেদ, ফাওজুল কবির, দিনাজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল রাজী লিয়নসহ আইইবি’র অন্যান্য সদস্য ও প্রকৌশলীবৃন্দ।
অনুষ্ঠানটি’র সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকৌশলী মোঃ জাবেদ আলী ও প্রকৌশলী মোঃ সৈকত আলী।