ফুলবাড়ীতে বিভিন্ন অসহায় মানুষদের মাঝে এককালীন অর্থিক অনুদান প্রদান
আল আমিন বিন আমজাদ
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান ও পূর্নবাসন এবং অক্ষম দুস্ত পরিবার,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার,দুর্ঘটনায় মারাত্মক আহত পরিবার ইত্যাদি ব্যক্তিদের মাঝে,এককালীন অনুদান প্রদান করা হয়েছে।
৯ মে সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, দিনাজপুর জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু,এলুয়ারী ইউপি চেয়ারম্যান মাওলানা নাবিউল ইসলাম,বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক,আলাদীপুর ইউপি চেয়ারম্যান নাশমুশ শাকের বাবলু,শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গণমাধ্যম কর্মীবৃন্দও উপস্থিত ছিলেন।
আর্থিক অনুদান প্রদান শেষে উপজেলা পরিষদ চত্বরে ৮ জন ভিক্ষুকের মাঝে গবাদি পশু হিসেবে গরু বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন এই অনুদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া হয়েছে।
অনুদান ও গরু পেয়ে হাস্যজ্জল মুখে বাড়ি ফিরেছেন ভুক্তভোগীগণ।