স্কুলে যাওয়া হলো শাহীনের ঘাতক ট্রাক্টর কেড়ে নিলো প্রাণ
তপন দাস
নীলফামারী প্রতিনিধি
স্কুলে আর যাওয়া হলো না শাহীন আলমের (১৪) পথে প্রাণ কেড়ে নিলো ঘাতক ট্রাক্টর । ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর তিত পাড়া এলাকায় । আজ সকালে স্কুলে যাওয়ার পথে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় নিহত হন ডিমলা উপজেলার জেলাপরিষদ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী শাহীন আলম। সে ৩ নং ডিমলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর তিত পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। সরজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা হলে তারা জানান সাবেক ইউপি সদস্য তৌহিদুল ইসলামের বাড়ি হতে বাবলু পাগলার বাড়ি পযন্ত সড়কের নির্মাণ কাজ চলায় সেখানে ঠিকাদারের গাড়ি বালু নিয়ে চলাচল করে আর আজ সকালে সেই বালু বোঝাই ট্রাক্টর এর ধাক্কায় মারা যায় শাহীন তবে সেই ট্রাক্টর টি আটক করে স্হানীয়রা । এদিকে এবিষয়ে ডিমলা থানার ওসি লাইছুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনা শোনার সাথে সাথে আমাদের একটি টিম সেখানে যায় এবং ঘাতক ট্রাক্টর ও চালক মেরাজ ইসলাম কে আটক করে থানায় নিয়ে আসে এবং নিহত শাহীনের লাশ মেডিকেল থেকে তার পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়।