ফুলবাড়ীতে চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ উদ্বোধন ও বীজ বিতরণ
মোকাররম হোসেন, ফুলবাড়ী( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্স এর উদ্যোগে চুক্তিবদ্ধ কৃষকদের মধ্যে আমন ধানের বীজ বিতরণ, ভুট্টা ও বোরো ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর ফ্যাক্টরীতে বীজ বিতরণ ও বোরো ধান সংগ্রহ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে সভাপতিত্ব করেন প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর নির্বাহী পরিচালক পরিচালক মো. নাসের আহমেদ বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, প্রাণ বঙ্গমিলার্স এর মহা-ব্যবস্থাপক জাকারিয়া হোসেন, আমিন অটো রাইস মিলের সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, আলাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আলী বেতদিঘী ইউনিয়ন চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক রতন, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদ্বয় প্রাণ বঙ্গ মিলার্স ফ্যাক্টরী পরিদর্শণ করেন।