পার্বতীপুরে আওয়ামীলীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
নিরানন্দ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যৌথ কর্মী সভা (১০ মে) বুধবার বিকাল ৩টায় পার্বতীপুর পৌর অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ১০টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীরা অংশ নেন। তাদের সবার অভিযোগ ও অনুযোগ প্রধান অতিথি মনোযোগ দিয়ে শ্রবণ করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোস্তাফিজুর রহমান ফিজারকে আবারও ৮ম বারের মত একক প্রার্থী হিসেবে তার নাম কেন্দ্রে পাঠানোর জন্য তৃণমূল নেতা-কর্মীরা সমবেত কণ্ঠে জোরালো দাবী জানান।