মুন্সীগঞ্জ গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট ক্লাবকে হারিয়ে ঢাকা ক্লাবের তরুনরা বিজয়ী
স্টাফ রিপোর্টার – মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের রিকাবী বাজারের ঐতিহ্যবাহী গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি বনাম ঢাকা ওয়ান ডে চ্যালেঞ্জ সিরিজ ৩য় ম্যাচ ২০২৩ এর তরুন ক্রিকেট খেলোয়াড়দের আয়োজিত ১৫ই মে সোমবার সকাল ১০টায় এ মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা ক্রিকেট কোচ নাইমুল মনির ক্লাবের ইস্ট ইন্ড ক্রিকেট একাডেমি ৪০ ওভারে ৯ উইকেট ২৮৩ রানে গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ক্লাবকে হারিয়ে তরুনরা বিজয়ী হয়। গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাবের ৪০ ওভারে ১০ উইকেট ১৭২ রানে অলআউট হয়।
ঐতিহ্যবাহী গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমি এমাঠের পরিচালক রনি খান চিতা পিলিয়ারদের উদ্যেশ্য করে বলেন, যে এখান থেকে পারফর্ম খেলাধুলা করে এগিয়ে যেতে হবে। এসময় প্রধান অতিথি উপস্থিতি ছিলেন, পচুবেপারী ওয়াকফ এস্টেট ইসি ৮১২ মোতালি হাজি আব্দুল জব্বার ও ঢাকা মহানগর প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির পাবলিক রিলেশন অফিসার দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ সুজন বেপারী ও জেলা ক্রিকেট ম্যানেজার মনির হোসেন সজিব সহ অন্যান্য প্রমুখ।