স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী । আলোর সন্ধানে ফাউন্ডেশন (ASF) ঝালকাঠি জেলার সারেংগল গ্রামের সুপরিচিত একটি সামাজিক সংগঠন যা বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও মানব কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১০ সালে যাত্রা শুরু করে। পরবর্তীতে ৭ জুন ২০১৯ তারিখে সংগঠনটি আলোর সন্ধানে ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম।
আলোর সন্ধানে ফাউন্ডেশন এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ই জুন রোজ বুধবার বাদ আছর সারেংগল বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক মানববন্ধন, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, মুসলিম ছাত্র/ ছাত্রীর হাতে বিনা মূল্যে পবিত্র কুরআনুল কারিম বিতরণ,চিকিৎসা খাতে সকল প্রকার টেস্ট এর উপরে ৩০% ছাড় এর ব্যবস্থা রয়েছে ঝালকাঠি ডায়াগনস্টিক ল্যাব এন্ড ক্লিনিক এবং এ-ওয়ান মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে, দেশের দূর্যোগপূর্ণ সময় অসহায় ও বিপদগ্রস্থ মানুশের পাশে দাঁড়ানো, বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী নানা ধরনের কর্মকান্ড এবং বিভিন্ন সেবা ও প্রচারণামূলক কাজ করে আসছে আলোর সন্ধানে ফাউন্ডেশন সংগঠনটি।
উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর সন্ধানে ফাউন্ডেশনর প্রতিষ্ঠতা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক শেখ মোঃ রাসেল, সভাপতি মোঃ হাফিজুর রহমান (হাফিজ), সিনিয়র সহ-সভাপতি মোঃ হায়দার মোল্লা ,সহ-সভাপতি ইন্জিনিয়ার মোঃ কাওছার শেখ,সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোঃ ফয়সাল তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক (২) মোঃ মোর্শেদ মোল্লা, প্রচার সম্পাদক, ক্যাশিয়ার, দপ্তর সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দগন।
দোয়া অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য আল্লাহর রহমত ও ভবিষ্যৎ মঙ্গল কামনার উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সারেংগল বাজার জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ আল-আমিন। উক্ত দোয়া অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লী সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নেন।